ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

ক্রিকেট

কোহলির অবসর নিয়ে ডি ভিলিয়ার্স: ‘হৃদয়ের কথা শুনেছে সে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, জুন ২, ২০২৫
কোহলির অবসর নিয়ে ডি ভিলিয়ার্স: ‘হৃদয়ের কথা শুনেছে সে’

এক যুগেরও বেশি সময় দাপট দেখানোর পর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কোহলির এমন সিদ্ধান্তে আবেগ ছুঁয়ে যায় তার দীর্ঘদিনের বন্ধু ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকেও।

 

কোহলির অবসর ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সে নিশ্চয়ই নিজের হৃদয়ের কথা শুনেছে... অন্তরের ইচ্ছেটাকেই অনুসরণ করেছে। সে দীর্ঘদিন ধরে ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। সৌভাগ্যবশত, আমরা এখনও তাকে মাঠে (অন্যভাবে) দেখতে পাবো। ’

৩৬ বছর বয়সী কোহলি ১২৩টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ গড়ে সংগ্রহ করেছন ৯,২৩০ রান। টেস্ট ক্যারিয়ারে তার শতকের সংখ্যা ৩০, অর্ধশতক ৩১ এবং সেরা ইনিংস ছিল অপরাজিত ২৫৪ রান। ভারতের টেস্ট ইতিহাসে রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে। তালিকায় শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। দুইয়ে ও তিনে যথাক্রমে রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কার।

ডি ভিলিয়ার্স মনে করেন, কোহলির এই শূন্যতা পূরণ করা সহজ হবে না। তিনি বলেন, ‘ওকে টেস্ট ম্যাচে খুব মিস করবে সবাই। সে টেস্ট ক্রিকেটে যা রেখে গেল, সেটা বিশাল কিছু। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।