ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

অনিয়ম ঠেকাতে কর্মীদের ভাতা কমিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, জুন ১৬, ২০২৫
অনিয়ম ঠেকাতে কর্মীদের ভাতা কমিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড ভারতের বিসিসিআই। অথচ সেই বোর্ডই এবার কর্মীদের দৈনিক ভাতা কমিয়ে দিয়েছে।

বোর্ডের ব্যাখ্যা—কিছু কর্মী ভাতা ব্যবহারে অনিয়ম করছিলেন। তাই নিয়ন্ত্রণ আনতেই বদলানো হয়েছে ভাতা নীতিমালা।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সব কর্মী দৈনিক সর্বোচ্চ ১০ হাজার রুপি করে ভাতা পাবেন। কর কেটে হাতে থাকবে আনুমানিক ৬৫০০ রুপি। আগের নিয়মে স্বল্পমেয়াদি সফরে কর্মীরা দৈনিক পেতেন ১৫ হাজার রুপি করে, আর দীর্ঘমেয়াদে পেতেন ১০ হাজার রুপি। সঙ্গে ছিল ৭৫০০ রুপির এককালীন ভাতা, যা এখন পুরোপুরি বাতিল করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু কর্মী মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে বসেই কাজ করলেও পুরো সময়ের ভাতা দাবি করতেন। কেউ কেউ পুরো আইপিএলের ৭০ দিন না ঘুরেও পুরো ভাতা তুলতেন। নতুন নিয়ম অনুযায়ী, যিনি পুরো সফরে যাতায়াত করবেন তিনি পাবেন ১০০ শতাংশ অর্থাৎ ৭ লাখ রুপি, অনিয়মিত যাতায়াত করলে পাবেন ৬০ শতাংশ, আর যিনি একেবারেই যাননি, তিনি পাবেন ৪০ শতাংশ ভাতা।

এ বছরের জানুয়ারি থেকে কর্মীরা ভাতা পাচ্ছিলেন না। নতুন নীতি প্রকাশের পর এবার সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

তবে বিদেশ সফরের ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন আসেনি। বোর্ডের সাধারণ কর্মীরা এখনো প্রতিদিন ৩০০ ডলার (প্রায় ২৬ হাজার রুপি) করে পাবেন। আর বোর্ড সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি ও যুগ্ম-সচিবদের দৈনিক বরাদ্দ থাকছে ৮৬ হাজার রুপি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।