ভারতের জনপ্রিয় ক্রিকেটার ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলা যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতারণা, শারীরিক নির্যাতন ও মানসিক নিপীড়নের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ।
২৭ বছর বয়সী এই পেসারের বিরুদ্ধে মামলা হয়েছে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায়। নতুন ফৌজদারি দণ্ডবিধি (বিএনএস) এর ৬৯ ধারায় (বিয়ের প্রলোভনে ধর্ষণ) এই মামলা রুজু করা হয়। অভিযোগকারি তরুণী গত ২১ জুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আইজিআরএস (ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম) প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ জানানোর পরই পুলিশ ব্যবস্থা নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায় এফআইআরে অভিযোগকারি তরুণী জানিয়েছেন, ‘গত পাঁচ বছর ধরে আমার সঙ্গে ওর (দয়াল) সম্পর্ক ছিল। সে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমাকে তার পরিবারকে পরিচয় করিয়ে দেয় এবং তারাও আমাকে বউয়ের মতোই গ্রহণ করে। কিন্তু পরে বুঝেছি, সম্পর্কটা ছিল কেবল শারীরিক ও মানসিক শোষণের জন্য। ’
তিনি আরও অভিযোগ করেন, ‘যখনই অন্য নারীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছি, সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। পরে ক্ষমা চেয়ে আবারও আমাকে ফাঁসিয়েছে। সে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়, আমার আত্মবিশ্বাস নষ্ট করে আমাকে আর্থিক ও মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে। বহুদিন ধরে আমি হতাশায় ভুগেছি, স্বাভাবিক জীবনযাপন করাও আমার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছি। ’
এফআইআরে তরুণী আরও বলেন, ‘সে ও তার পরিবার আমাকে বারবার বুঝিয়েছে, আমি হবো তার স্ত্রী। কিন্তু এক সময় জানতে পারি, আমার সঙ্গে সম্পর্ক থাকার সময়ও সে অন্য মেয়েদের সঙ্গে জড়িয়ে ছিল। এতে আমি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ি। প্রথমে সব ছেড়ে ঈশ্বরের উপর ছেড়ে দিলেও এখন আমি নিজের সম্মানের জন্য লড়তে চাই। ’
এই ঘটনার প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত যশ দয়ালের বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরইউ