ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে জাতীয় ক্রিকেটারদের আচরণবিধি স্মরণ করিয়ে দিতে একটি ছোট পরিসরের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।
তিনি বলেন, ‘আমরা আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ছোট কর্মশালার আয়োজন করতে চাই। কারণ আমাদের মনে হয়েছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার—তারা শুধু খেলোয়াড়ই নন, বরং দেশের তরুণদের আদর্শও। অনেকেই তাদের অনুসরণ করেন, ফলে তাদের দায়িত্ববোধও রয়েছে। ’
সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা—তাসকিন আহমেদের বিরুদ্ধে শারীরিক আক্রমণ ও হুমকির অভিযোগের তদন্ত এখনও চলছে। সোমবার মিরপুর মডেল থানায় সিফাতুর রহমান সোরভ নামের এক ব্যক্তি তাসকিনের বিরুদ্ধে জিডি করেন।
থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে সনি সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, তাসকিন সেখানে সিফাতকে ডেকে নিয়ে গিয়ে ঘুষি মারেন এবং হুমকি দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এ বিষয়ে তাসকিন ফেসবুক পোস্টে জানান, ‘অভিযোগগুলো মিথ্যা এবং সাজানো। আমি নির্দোষ। ’
বিসিবি অবশ্য তাসকিনের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নিতে রাজি নয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘তাসকিন দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। এখন তদন্ত হবে। তাসকিন বলেছে সে জড়িত না। যেহেতু একটি জিডি হয়েছে, পুলিশ তদন্ত করবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। ’
এমএইচএম