ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, সেপ্টেম্বর ৪, ২০২৫
এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী লিটন কথা বলছেন লিটন দাস

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ। এবার এশিয়া কাপের লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বাদ হাতছাড়া হলেও সিরিজ জয় পেয়েছে ২-০ ব্যবধানে। টানা তিন সিরিজে জয়ের ধারায় আত্মবিশ্বাসের তুঙ্গে লিটন দাসের দল।

শেষ ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে সিরিজ সেরা হয়েছেন লিটন। সিরিজে দুই ফিফটি করা এই টাইগার অধিনায়ক জানালেন, অধিনায়কের পারফরম্যান্স দলের মনোবলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

লিটন বলেন, ‌‌‌‌অধিনায়ক যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে ভেঙে পড়ে।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। আফগানদের বিপক্ষে লড়াই নিয়েও বেশ প্রস্তুত লিটনবাহিনী। সাম্প্রতিক সময়ে একাধিকবার মুখোমুখি হওয়ায় রশিদ খানের দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই জানেন টাইগাররা।

লিটন বলেন, আমাদের প্লেয়াররা জানে আফগানদের কোন জায়গায় শক্তি, কোথায় দুর্বলতা। তারা যেমন স্পিন নিয়ে আসবে, আমরাও হাত গুটিয়ে বসে থাকব না, আমাদেরও হাতে পেস-স্পিন অপশন আছে।

সিরিজ শেষে লিটন বিশেষভাবে প্রশংসায় ভাসালেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে। তার মতে, ব্যাটসম্যানদের জন্য দারুণ এই ভেন্যু, যা এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ সহায়ক হয়েছে।

লিটন বলেন, সিলেটে খেলা সত্যিই উপভোগ্য। আউটফিল্ড চমৎকার, ব্যাটিংয়ের জন্য পরিবেশও দারুণ। মিরপুরের মতো স্ট্রাগল এখানে করতে হয় না।

সবমিলিয়ে তিন সিরিজে জয়ের ধারাবাহিকতা, অধিনায়কের ফর্ম এবং সিলেটে দারুণ প্রস্তুতির সমন্বয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ দল। এশিয়া কাপে তাই আত্মবিশ্বাসই হবে টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

এফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।