বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং বসছে আজ। দুপুর ১২টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা।
গতকাল সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে নতুন বোর্ড। যেখানে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকদের ভোটে সহ-সভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন।
নির্বাচনের পর আজকের এই প্রথম সভাতেই নির্ধারিত হবে বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থায়ী ও উপকমিটির দায়িত্ব বণ্টন। জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগ, গেম ডেভেলপমেন্ট, গ্রাউন্ডস ও পিচ কমিটি, আম্পায়ার্স কমিটি, নারী ক্রিকেট, মিডিয়া, এবং ফাইন্যান্সসহ একাধিক কমিটির দায়িত্ব বন্টনের বিষয়টি আজকের আলোচনায় থাকবে।
বোর্ড সূত্রে জানা গেছে, সভাপতি বুলবুলের নেতৃত্বে নতুন কমিটি বাংলাদেশের ক্রিকেট কাঠামো ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির দিকেও মনোযোগ দেবে। আজকের বৈঠকেই সেই দিকনির্দেশনা আসতে পারে।
উল্লেখ্য, ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ২৩ জন নির্বাচিত এবং ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত পরিচালক থাকবেন। তবে এনএসসি মনোনীত একজন পরিচালক ইসফাক আহসানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া পরিষদ। তার জায়গায় নতুন নাম ঘোষণা করা হবে আজকের মধ্যেই।
এফবি/এমএইচএম