ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজে খেলছেন না হেরাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
ওয়ানডে সিরিজে খেলছেন না হেরাথ রঙ্গনা হেরাথ

দুবাই: পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে একদিনের এই লড়াই।



ক’দিন আগে মায়ের মৃত্যুতে নিজেকে সরিয়ে নিলেন হেরাথ।

তবে ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে যোগ দেবেন তিনি। এর আগে ব্যক্তিগত সমস্যার কারণে সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ান।

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাদ দেওয়া অজন্তা মেন্ডিসকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হলো। হেরাথের পরিবর্তে একদিনের সিরিজে খেলানো হবে এই স্পিনারকে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।