ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি২০ বিশ্বকাপ-এশিয়া কাপ আয়োজনে শঙ্কা কাটল না

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
টি২০ বিশ্বকাপ-এশিয়া কাপ আয়োজনে শঙ্কা কাটল না

ঢাকা: জানুয়ারির শেষ দিকে শ্রীলঙ্কান দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তারপরই শুরু হবে এশিয়া কাপ।

এশিয়া কাপ শেষ হতে না হতেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব মিলিয়ে দীর্ঘ সময় ক্রিকেট অঙ্গনে ব্যস্ত থাকবে। কিন্তু বিরোধীদল ও সরকারী দলের রাজনৈতিক কর্মসূচির কারণে বর্তমান পরিস্থিতি ক্রীড়া অঙ্গনের জন্য খুবই হুমকির মুখে। এমন পরিস্থিতির অবসানের জন্য দেশের ক্রিকেট বোর্ড বিসিবি বিরোধী দলের নেত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি বর্তমান পরিস্থিতির কারণে।

এ বিষয়ে বিসিবি আলোচনায় করে বিএনপির কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক কর্নেল (অব.) আব্দুল লতিফের সঙ্গে। তাতে কোনো সুখবর মেলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য। লতিফ সরাসবি ‘না’ বলে দিয়েছেন। তিনি বলেন,‘বিএনপি ক্রিকেটকে অগ্রাধিকার দেয় সব সময়। কিন্তু এই মুহূর্তে বিএনপির পক্ষে ৫ জানুয়ারির আগে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। ’

সোমবার দুপুরে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন সাবেক ডিজি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক লতিফের সঙ্গে আলোচনায় বসেও ইতিবাচক কোনো সাড়া পায়নি।

বেলা আড়াইটায় লতিফ মিডিয়াকে আনুষ্ঠানিক বিফ্রিংয়ে এসব কথা জানান,‘আমাদের নেত্রী এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি নেত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ছিলাম। কিন্তু পুলিশি বাধার কারণে সম্ভব হয়নি। দলের প্রেসিডিয়াম সমস্যা মাহবুবুর রহমান আমাকে বিসিবির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। আমি সেটাই করেছি। আমি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানিয়েছি তিনি যেন একটি চা নাস্তার আয়োজন করেন। সেখানে সকল দেশের হাই কমিশন, প্রধান মন্ত্রী, বিরোধী দলের নেত্রী, দুই দলের শীর্ষ নেতানেত্রী ও বিসিবি পরিচালকরা উপস্থিত থাকবেন। সেখানে অনেক কিছু পরিষ্কার হয়ে যেতে পারে। ’

লতিফের কাছে কোনো সাড়া না পেলেও বসে নেই নিজামউদ্দিন,‘কর্নেল (অব.) লতিফের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে তিনি ইতিবাচক কিছু জানাতে পারেননি। ৫ জানুয়ারি নির্বাচনের পরই বিএনপি দলীয় সিদ্ধান্ত দেবে। কিন্তু সে সময় পর্যন্ত বসে থাকা বিসিবির পক্ষে সম্ভব নয়। আমরা আজই এসিসি ও আইসিসিতে আমাদের তৈরি করা নতুন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়ে দেব। ’

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।