ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অবসরের হাওয়া লাগেনি শচীনের গায়ে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ডিসেম্বর ১৭, ২০১৩
অবসরের হাওয়া লাগেনি শচীনের গায়ে!

মুম্বাই: গত মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং গ্রেট জানিয়েছিলেন, ক্রিকেট তার জন্য অক্সিজেন।

ক্রিকেট ছাড়া জীবন ভাবতেই পারেন না তিনি। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর ঠিক এক মাস পরও শচীনের অনুভূতি অন্য রকম। এখনও মনে হচ্ছে ন‍া যে ক্রিকেট আর খেলতে পারবেন না তিনি।

সোমবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে শচীন বলেন,‘অবসর এখনও আমার মনে জায়গা করে নিতে পারেনি। আমি যে ভারতের হয়ে আর কখনও ক্রিকেট খেলব না এখনও মনে হয় না। কিন্তু আমি আমার ছেলের সঙ্গে খেলি। খুব মজার হয়। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নভেম্বরে দু’শতম টেস্টের মাইলফলক ছুঁয়ে আবেগাপ্লুত বিদায় নেন শচীন। কেমন কাটল পরবর্তী সময়,‘খুব কর্মব্যস্ত সময় কেটেছে। অনেক কিছু ঘটেছে। গত মাস থেকে আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এটা করতেই উন্মুখ ছিলাম। ’

ক্রিকেটের সঙ্গেই এখনও আছেন শচীন,‘আমি ক্রিকেট দেখি, আমার সঙ্গে সন্তানরাও। জানি আমার কাছ থেকে ক্রিকেট কখনও দূরে সরে যাবে না। ’

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।