ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্ন-হার্লির আবারও ছাড়াছাড়ি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
ওয়ার্ন-হার্লির আবারও ছাড়াছাড়ি!

মেলবোর্ন: বান্ধবী এলিজাবেথ হার্লির সঙ্গে টানাপোড়েনের কথা গত সেপ্টেম্বরে স্বীকার করেছিলেন অস্ট্রেলিয়ান স্পিন লিজেন্ড শেন ওয়ার্ন। জানিয়েছিলেন বিচ্ছেদের কথা।

অবশ্য গত মাসে দুজনের মধ্যে বাকবিতণ্ডার বরফ গলেছিল। সাবেক অসি তারকা তার বাগদত্তার সঙ্গে বৃটেনে থাকবেন বলে শখের বাড়িটিও বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু তাদের ছাড়াছাড়ি নিয়ে আবারও গুঞ্জন উঠেছে।

৪৮ বছর বয়সী অভিনেত্রী তার ভালোর জন্যই ছাড়াছাড়ি করছেন জানিয়েছে হ্যালো! ম্যাগাজিন,‘এটা খুবই দুঃখজনক। তারা সবকিছু মিটমাটের চেষ্টা করছিল। কিন্তু ইস্যুও ছিল অনেক। এসব নিয়ে ভাবছেও না এলিজাবেথ। ’

গুঞ্জনটি আরও পোক্ত হয় ওয়ার্নের টুইটে,‘অতীত থাক‍া উচিত অতীতের মতোই। এটা ভবিষ্যতের বিনাশ করে। গতকাল কী ঘটেছিল সেটা নয়, কাল কী হবে সেট‍া ভেবেই জীবন যাপন করা উচিত। ’

বান্ধবীর মান ভাঙানোর চেষ্টা যে করে ‍যাচ্ছেন ওয়ার্ন, সেই ইঙ্গিতই দিল তার এই টুইট।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।