ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

চন্দরপল-রামদিনের ব্যাটে ক্যারিবীয়দের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
চন্দরপল-রামদিনের ব্যাটে ক্যারিবীয়দের রক্ষা

হ্যামিল্টন: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ টেস্টে নেমে নিউজিল্যান্ড বোলারদের সামনে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত শিবনারাইন চন্দরপল ও দিনেশ রামদিনের জুটিতে সন্তোষজনক অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।



প্রথম দিন শেষে,
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস- ২৮৯/৬ (৯০ ওভার)

হ্যামিল্টন সেডন পার্কে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। এক উইকেট হারিয়ে ৭১ রানে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া দলটি আরও চার উইকেট হারায় মাত্র ১৫ রানে। টিম সাউদি ও কোরি এন্ডারসনের বোলিং তোপে পড়ে বিপর্যস্ত ক্যারিবীয়রা।

এরপর হাল ধরেন রামদিন ও চন্দরপল। ২০০ রানের অসাধারণ জুটি গড়েন তারা। শেষ বিকেলে ১০৭ রানে এন্ডারসনের শিকার হন রামদিন। ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক হাঁকান ১৪১ বলে।

বাঁহাতি ব্যাটসম্যান চন্দরপল ৯৪ রানে অপরাজিত ছিলেন। ২৯তম শতক হাঁকানোর প্রস্তুতি নিয়ে শুক্রবার মাঠে নামবেন তিনি।

অপর প্রান্তে নেমে ড্যারেন স্যামি রানের খাতা না খুলে দিন শেষ করেছেন।

এন্ডারসন তিনটি ও সাউদি দুটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।