ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদায়ী টেস্টে ক্যালিসের বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
বিদায়ী টেস্টে ক্যালিসের বিরল রেকর্ড

ডারবান: কেবলমাত্র দ্বিতীয় ফিল্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে দু’শতম ক্যাচ নেওয়ার বিরল রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। শুক্রবার ভারতের বিপক্ষে কিংসমিডে দ্বিতীয় টেস্টে রবিন্দ্র জাদেজাকে তালুবন্দি করে এই কীর্তির অংশীদার হন তিনি।



ক্যারিয়ারের শেষ টেস্ট ও ১৬৬তম ম্যাচে ক্যালিস যোগ দিলেন ভারতের রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ১৬৪ ম্যাচে ২১০টি ক্যাচ নিয়ে দুজনের মধ্যে সেরা সাবেক ভারতীয় তারকা।

জেপি ডুমিনির ওভারে স্লিপের বাঁদিকে লাফিয়ে পড়ে জাদেজার ব্যাট ছুঁয়ে আসা বল লুফে নেন ক্যালিস।

টেস্ট ক্যাচ ধরার শীর্ষ তালিকায় দ্বিতীয় এই অলরাউন্ডার ১৩ হাজার ১৭৪ রানে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। আর উইকেট দখলে তার অবস্থান ২৯ নম্বরে, ৩২.৬৫ গড়ে ২৯২ উইকেট নেন তিনি।

শনিবার টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নামার সময় ভারতীয় খেলোয়াড়রা গার্ড অব অনারও দিলেন ক্যালিসকে। তাকে অভিনন্দন জানাতে যোগ দিয়েছেন মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার স্টিভ ডেভিস ও রড টাকার।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।