ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের আশা বাঁচিয়ে রাখল তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
ফাইনালের আশা বাঁচিয়ে রাখল তামিমরা

ঢাকা: বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে দ্বিতীয়বারের মুখোমুখিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে শোধ তুলল ইউসিবি বিসিবি একাদশ। একই সঙ্গে ফাইনালের আশাও জিইয়ে রাখল তামিম ইকবালের দল।

হেরে গেলেও সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক শীর্ষে। সমান ছয় পয়েন্ট নিয়ে তাদের পরে বিসিবি একাদশ ও মোহামেডান।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৭৩/৮ (২০ ওভার)
ইউসিবি বিসিবি একাদশ: ১৭৫/৫ (১৯.৪ ওভার)
ফল: ইউসিবি বিসিবি একাদশ পাঁচ উইকেটে জয়ী

আগের মুখোমুখি লড়াইয়ে সাত উইকেটে জিতেছিল সাকিব বাহিনীরা। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু বিসিবির ইমরুল কায়েস হার না মানা জয়ী ইনিংস খেলে বাধা হয়ে দাঁড়ালেন।

১৭৪ রানের লক্ষ্যে নেমে মাত্র ১৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বিসিবি। এরপর মিথুন আলীকে নিয়ে ৮৭ ও পঞ্চম উইকেটে মার্শাল আইয়ুবকে নিয়ে ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন কায়েস। মার্শাল ২৫ রানে সাজঘরে ফিরলে মুক্তার আলীকে নিয়ে অপরাজিত ৮ রান যোগ করে দুই বল বাকি থাকতে জয় এনে দেন এই তারকা।

৫৪ বলে আট চার ও চার ছয়ে ৮২ রানে টিকে ছিলেন কায়েস। মিথুন করেন দ্বিতীয় সেরা ৪৪ রান।

প্রাইম ব্যাংকের হয়ে সাকিব ও রুবেল হোসেন দুটি করে উইকেট পান।

এর আগে ব্যাট করতে নেমে গত ম্যাচের ডাবল হ্যাটট্রিক পাওয়া আল-আমিন হোসেনের তোপে পড়ে প্রাইম ব্যাংক। কিন্তু সাব্বির রহমানের ধারাবাহিক পারফরমেন্সে ভালো সংগ্রহ করে তারা। ৪৫ বলে ৫৭ রান করেন এই ব্যাটসম্যান। সৈকত আলীর ৪১ ও মেহরাব হোসেন জুনিয়রের ৩৯ রানও উল্লেখযোগ্য অবদান রাখে।

আল-আমিন তিনটি উইকেটি পান। দুটি নেন এনামুল হক জুনিয়র।

রোববার শেষ ম্যাচে আবাহনীকে মোকাবিলা করবে প্রাইম ব্যাংক। আর বিসিবি লড়বে মোহামেডানকে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।