ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব স্টার ইন্ডিয়ার

স্পোর্টস করেসপস্পেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব স্টার ইন্ডিয়ার

ঢাকা: এশিয়া কাপ ২০১৪ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে বাংলার মাটিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীলঙ্কার কলম্বোতে শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হয়।

সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয় বাংলাদেশ ভিন্ন অন্য কোথাও হবে না এশীয় সেরার লড়াই।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস জানালেন, এশিয়া কাপের খেলা সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভারতীয় টেলিভশন চ্যানেল স্টার ইন্ডিয়া।
 
বিসিবির এই কর্মকর্তা বলেনম,‘কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা ছিল। মূল এজেন্ডা ছিল মিডিয়া রাইটস কাকে দেওয়া হবে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপের মিডিয়া রাইটস দেওয়া হয়েছে স্টার ইন্ডিয়াকে। ’

জালাল ইউনুস আরও বলেন,‘এখানে মিডিয়া রাইটস দেওয়ার সময় ব্রডকাস্টাররা প্রশ্ন তুলেছিল তাদের ভেন্যু কোথায়। আপনারা জানেন যে ভেন্যু নিয়ে একটা সংশয় ছিল। তাদের বলা হয়েছে ভেন্যু বাংলাদেশেই বহাল থাকছে। এবং বাংলাদেশেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ’

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ৫ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।