ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫-০ তে জিতল অসিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
৫-০ তে জিতল অসিরা

সিডনি: এক এক করে পাঁচটি টেস্টই নিজেদের করে নিল মাইকেল ক্লার্ক বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ৫-০ তে জয় পেয়েছে অসিরা।

সিডনি টেস্টে ২৮১ রানে সফরকারীদের হারিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ৩২৬/১০ ও দ্বিতীয় ইনিংস- ২৭৬/১০
ইংল্যান্ড: প্রথম ইনিংস- ১৫৫/১০, দ্বিতীয় ইনিংস- ১৬৬/১০ (৩১.৪ ওভার)
ফল: ২৮১ রানে জয়ী অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১৪০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অসিরা। ৭৩ রানে অপরাজিত ক্রিস রজার্স মধ্যাহ্নবিরতির আগেই সিরিজের দ্বিতীয় শতক হাঁকান। ১৪৩ বলে বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেলেন।

এদিন স্টুয়ার্ট ব্রড ও স্কট বোর্থউইকের বোলিংয়ের সামনে অসি ব্যাটসম্যানরা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি। তবে রজার্সের ইনিংস সর্বোচ্চ ১১৯, জর্জ বেইলির ৪৬ ও ব্রাড হাডিনের ২৮ রানই যথেষ্ট ছিল ইংলিশদের বড় লক্ষ্য দিতে।

সফরকারীদের হয়ে জেমস এন্ডারসন, ব্রড ও স্টোকস দুটি করে উইকেট দখলে নেন। তিনটি পান বোর্থউইক।

জয়ের জন্য দুই দিন হাতে রেখে ৪৪৮ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। কিন্তু শুরু থেকেই অসি পেসের সামনে বিধ্বস্ত তারা। মাইকেল কারবেরি ইনিংস সেরা ৪৩ রান করেন। এছাড়া ব্রডের ৪২ ও স্টোকসের ৩২ রান হারের ব্যবধান কমাতে অল্পস্বল্প অবদান রাখে।

হ্যারিস নেন পাঁচ উইকেট। দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যাচসেরাও তিনি। তিনটি পান মিচেল জনসন, দুটি নাথান লায়ন।

পাঁচ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জনসন।

২০০৬-০৭ মৌসুমের পর আবারও ৫-০ ব্যবধানে ঘরের মাঠে অ্যাশেজ ফিরে পেল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ৫ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।