ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ উদ্ধারে থাকবেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
অ্যাশেজ উদ্ধারে থাকবেন পিটারসেন কেভিন পিটারসেন

লন্ডন: টানা তিনবার অ্যাশেজ হাতে তুলেছে ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জাজনকভাবে খোঁয়াতে হলো সেই ভস্মাধার।

পরের সিরিজটি হবে ২০১৫ সালে ইংল্যান্ডের ঘরে। শিরোপা উদ্ধারে দলের সঙ্গেই থাকতে চান অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। এজন্য অবসরের কোনো চিন্তা নেই জানালেন সাবেক অধিনায়ক।

৫-০ তে অসিদের কাছে সিরিজ হারে সবগুলো ম্যাচ খেলে ২৯৪ রান করেছেন পিটারসেন। শরীরের উপরও ধকল যাচ্ছে। হাঁটুর ব্যথা মাঝেমধ্যে ভোগাচ্ছে তাকে। তবুও ঐতিহাসিক এই সিরিজের পরের আসরে থাকতে চান ৩৩ বছর বয়সী। আরেকটি লক্ষ্য আছে পিটারসেনের। ৮ হাজার ১৮১ রান করা ব্যাটসম্যান ছুঁতে চান ১০ হাজার রানের মাইলফলক।

টুইটারে পিটারসেন বলেন,‘৫-০ তে হেরে খুব হতাশ। এছাড়া বেশি রান না পাওয়ায় ব্যক্তিগতভাবেও অখুশি। শীর্ষ মানের দলের বিপক্ষে কঠিন সফর হলো অ্যাশেজে। অসাধারণ সমর্থনের জন্য আমি সকল ইংল্যান্ড ভক্তদের ধন্যবাদ দিতে চাই। আর ২০১৫ সালের অ্যাশেজ উদ্ধারে আমি দলকে সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ’

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ৭ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।