ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শর্ট বলের পরিকল্পনা কাজে লেগেছে লঙ্কানদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
শর্ট বলের পরিকল্পনা কাজে লেগেছে লঙ্কানদের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বোলিং আক্রমণভাগে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন শামিন্দা এরাঙ্গা। অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনীর এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাংলাদেশে বিপক্ষেও দারুণ শুরু করলেন।

প্রথম ইনিংসে তিনি একাই নিয়েছেন দলের পক্ষে সবচেয়ে বেশি চার উইকেট। স্বাগতিকদের ২৩২ রানে গুটিয়ে দিতে বড় অবদান রেখেছেন এই পেসার। এদিন সফলতায় শর্ট বলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লেগেছে জানালেন ডানহাতি এই পেসার।

এদিন শ্রীলঙ্কার পক্ষে সংবাদ সম্মেলনে এসে সেকথাই জানালেন এরাঙ্গা। তিনি বলেন,‘বাংলাদেশি ব্যাটসম্যানদের উইকেট নেওয়ার জন্যে আগে থেকেই ‘শর্ট বল’ করার পরিকল্পনা ছিল। সেটা কাজে দিয়েছে। ’

এই পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া সম্পর্কে এরাঙ্গা বলেন,‘প্রতিটি বিষয়ের জন্যে অনুশীলন করতে হয়েছে। ম্যাচে প্রয়োগের জন্যে অবশ্যই আগে থেকে অনুশীলন করতে হয়। মূল পরিকল্পনা ছিল শর্ট বল করা। সেই সঙ্গে উইকেটও এটার জন্য সহায়ক ছিল। দুইয়ে মিলে কাজটা সহজ করে দিয়েছে। অন্যথায় এই পিচে উইকেট নেওয়া অতোটা সহজ ছিল না। ’

পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মোকাবিলা করা সহজ হয়েছে জানালেন ডানহাতি পেসার,‘আবুধাবি ও শারজার উইকেট সম্পূর্ণ ভিন্ন। ওখানে বোলিং করাটা কঠিন ছিল। পাকিস্তানি ব্যাটসম্যানরা শর্ট বল খেলায় অনেক পারদর্শিতা দেখিয়েছে। আর বাংলাদেশি ব্যাটসম্যানরা কয়েকটা শর্ট বলে তাদের উইকেট হারিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।