ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্রয়ের সম্ভাবনাও দেখছেন আল-আমিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ড্রয়ের সম্ভাবনাও দেখছেন আল-আমিন ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৪৩ রানে এগিয়ে লঙ্কানরা। বোলারদের চেষ্টায় মাত্র পাঁচজন শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পেরেছে স্বাগতিকরা।

সবকিছু মিলিয়ে মিরপুরে প্রথম টেস্টটি ড্রয়েরও সম্ভাবনা দেখছেন পেসার আল-আমিন হোসেন।

মঙ্গলবার এই পেসার কুমার সাঙ্গাকারাকে সাজঘরে পাঠিয়ে ১৫৫ রানের শক্ত জুটি ভাঙেন। তবে দুটি ক্যাচ মিসসহ একটি নো বলে বাতিল হয়েছে তার কয়েকটি উইকেট পাওয়ার সুযোগ। এ বিষকে দুর্ভাগ্য মনে করেন তিনি,‘দুর্ভাগ্য বলতে পারেন। আসলে ভাগ্যটা অনূকুলে ছিল না। ভালো বোলিং করার চেষ্টা করছিলাম। ক্যাচ মিসের কারণে হয়নি এটা দুভার্গ্য ছাড়া আর কী বলবো। নিজের কাছে খুব খারাপ লাগে ভালো বোলিং করে উইকেট না পেলে। তখন নিজেকে সান্ত্বনা দেই ভালো বল করলে সামনে হয়তো সুযোগ আসবে। তখন হয়তো বা হবে। ’
 
সাঙ্গাকারাকে ফেরানোর পর হতাশ আল আমিনের কিছুটা হলেও স্বত্বি খুজে পেয়েছেন। এমনকি উইকেট বোলারদের কোনো প্রকার সাহায্য করেনি। কোচের পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে তিনি,‘প্রথমে দুইটা ক্যাচ এবং একটা নো বল মিস হওয়ায় খুব হতাশ হয়ে পড়ছিলাম। তখন নিজেকে আনলাকি মনে হচ্ছিলো উইকেট পাবো কি পাবো না। মুশফিক ভাই অনেক সার্পোট করেছে মাঠের ভিতরে। সবাই বলছিল ভালো করে বল করো সামনে সুযোগ আসবে। যখন সাঙ্গাকারার উইকেট পেলাম খুব ভালো লাগছিল। কেন না ও বড় ইনিংস খেলে। আমিতো ভেবেছিলাম মিসই হয়ে গেলো। পরে দেখলাম ক্যাচ হয়েছে। উইকেটে আসলে ওইরকম কোনো সহায়তা নাই। ব্যাটসম্যানবান্ধবই বলতে হবে। কোচ যে পরিকল্পনা দিয়েছে সেইভাবে বল করার চেষ্টা করেছি। ’
 
ক্যাচ মিস ছাড়া দিনটা ভালোই কেটেছে মনে করেন আল-আমিন,‘ক্যাচগুলো যদি ধরতে পারতো। তাহলে আরো উইকেট হয়তো পড়তে পারতো। আমি বলবো আজকের দিনটা খুব একটা খারাপ যায়নি। ’
 
শ্রীলঙ্কাকে খুব তাড়াতাড়ি ৪৫০ রানের মধ্যে আটকানোর পাশাপাশি সঙ্গে আরো ভালো বোলিং করেত চান দীর্ঘদেহী এ পেসার। ‘বাংলাদেশের মূল লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে অলআউট করা। ৪৫০ রানের মধ্যে আটকে ফেলতে চাই। এখনো ওদের হাতে পাঁচটা উইকেট আছে। তৃতীয় দিন সকাল বেলা আমাদেল খুব ভালো বোলিং করতে হবে। ’
 
পিছিয়ে থেকেও কিভাবে ভালো কিছু করা সম্ভব তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন,‘আমাদের ব্যাটসম্যানরা যে মানের সেটা সম্ভব। হয়তো প্রথম ইনিংসে ভালো ব্যাটিং হয়নি। মুশফিক-সাকিব-মুমিনুল ভাইরা আছেন। তারা ২৫০-৩০০ রান করেছেন। আমাদের পক্ষে ড্র করা সম্ভব। দুই তিনজন ব্যাটসম্যান দাড়িয়ে গেলেই সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।