ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ্বিশতকে জয়াবর্ধনের দারুণ অনুভূতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
দ্বিশতকে জয়াবর্ধনের দারুণ অনুভূতি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ‍মাহেলা জয়াবর্ধনে ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নিলেন সাতে। এছাড়া শিবনারায়ন চন্দরপল ও অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় পাঁচেও উঠলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

১১ হাজার ২৩৬ রান তার। তৃতীয় দিনটা কাটল দারুণ। সংবাদ সম্মেলনেও এলেন হাসিমুখে।

দিন শেষে নিজের ভালো অনুভূতিটার কথা জানালেন এই ৩৬ বছর বয়সী,‘আমার অনেক ভালো লাগছে। দিনটি খুব সুন্দর কেটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দীর্ঘক্ষণ উইকেটে ছিলাম। ’

বুধবার পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং হয়েছে মনে করেন জয়াবর্ধনে,‘কাল খুব চাপে পড়েছিলাম আমরা। সকালেই আমাদের পরিকল্পনা ছিলো ভালোভাবে দিনটি শেষ করার। টেস্ট একটি প্রতিযোগিতামূলক স্থান। আমি আনন্দিত ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। রানের ক্ষেত্রে আমার সঙ্গে আরো দু’জন কিন্তু ভালো করেছে। ’

ব্যক্তিগত স্কোরের সঙ্গে দলীয় রানও ভালো লাগাচ্ছে ডানহাতি এই ব্যাটসম্যানকে,‘অবশ্যই একটি ভালো স্কোর হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম ভালো কিছু করার, সেটা হয়েছে। আশা করি পরবর্তী টেস্টেও এর প্রভাব পড়বে। ’

নতুন খেলোয়াড়দের প্রশংসা করলেন অভিজ্ঞ ব্যাটসম্যান,‘নতুনরা ভালো করেছে। আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে রানের ক্ষুধা ছিল, আমাদের দলের জন্যে এটা ভালো। তাদের আত্মবিশ্বাস ও ব্যাটিং এ্যাকশন খুব ভালো ছিল। স্পর্শকাতর সময়ে তারা ভালো খেলেছে। ’

শেষবিকেলে বাংলাদেশকে ডিক্লেয়ার দিয়ে শুরুতেই তামিম ইকবালের মতো ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে পেরে খুশির মাত্রা বেড়ে গেছে জানালেন জয়াবর্ধনে,‘তামিম একজন আক্রমণাত্মক খেলোয়াড়। সে খুব ভালো ক্রিকেট খেলে। তার উইকেটটা আমাদের প্রয়োজন ছিল। আমরা খুশি যে তার উইকেটটা নিতে পেরেছি। এটা বড় উইকেট ছিলো। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।