ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হজকে নিলেন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
হজকে নিলেন অস্ট্রেলিয়া

মেলবোর্ন: প্রবীণ ব্যাটসম্যান ব্রাড হজ ডাক পেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে দারুণ ফর্মে থাকার পুরস্কার হিসেবে নির্বাচকরা ডেকে নিল ৩৯ বছর বয়সীকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিতে যাওয়া অলরাউন্ডার মোয়াসেস হেনরিক্সের পরিবর্তে নেওয়া হয়েছে হজকে।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছয় টেস্ট, ২৫ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেন এই টপ অর্ডার। এরপর থেকে দলে উপেক্ষিত। শুক্রবার ও রোববার শেষ ম্যাচে আবারও ব্যাট হাতে ক্রিজে দাঁড়াবেন হজ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।