ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদেশের মাটিতে ধোনির লজ্জাজনক রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
বিদেশের মাটিতে ধোনির লজ্জাজনক রেকর্ড

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শীর্ষ সারির সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্টেও দেশের আগের সব অধিনায়কের চেয়ে জিতেছেন বেশি ম্যাচ।

কিন্তু বিদেশের মাটিতে লম্বা সময়ের এই ফরম্যাটে লজ্জাজনক রেকর্ডের অধিকারী হলেন ধোনি।

শনিবার নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের কাছে ৪০ রানে হেরে বিদেশে ১১তম টেস্ট পরাজয় বরণ করলেন অধিনায়ক ধোনি।

এর আগে অধিনায়ক হিসেবে সর্বাধিক অ্যাওয়ে টেস্ট হারের রেকর্ড ছিল মনসুর আলী খান পাতৌদি, মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলি। এই তিন সাবেক অধিনায়ক বিদেশের মাটিতে হেরেছেন ১০টি টেস্ট। তাদের চেয়ে দুবার কম হেরেছেন বিশান সিং বেদী। ছয়টি করে হারের অভিজ্ঞতা আছেন সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।