ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সিলেটে টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
সিলেটে টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বর্ণাঢ্য রোড শোয়ের পর উন্মোচিত হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরবাসীর পক্ষে বিশ্বকাপ ট্রফি গ্রহণ করেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

পরে  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ট্রফি উন্মোচন করেন তিনি।

মঙ্গলবার বিকেলে ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে শুরু হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে রোড শো শেষ হয়।

বিশ্বকাপ ট্রফি নিয়ে রোড শো চলাকালে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ট্রফিটি এক নজর দেখতে ভিড় জমান ক্রিকেটপ্রেমীরা।

বৃহস্পতিবার পর্যন্ত ট্রফি সিলেটে অবস্থান করবে। ২৭ ফেব্রুয়ারি ট্রফি যাবে চট্টগ্রামে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।