ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শত রানের আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা আফগানদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
শত রানের আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা আফগানদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘূর্ণির গতি কিংবা গতির ঘূর্ণি- সে যাই হোক, টাইগার বোলারদের গর্জনে শত রানের আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছে আফগানরা।

৬৯ রান সংগ্রহ করতেই ৮ উইকেট নেই তাদের।



প্রথম ওভারের প্রথম বলেই আঘাত করে দক্ষিণ এশিয়ার নতুন দলটির আনাড়ি ব্যাটিং লাইনআপে মাশরাফি মর্তুজা যে ধস ধরিয়েছেন, তা বোধ হয় আর কাটিয়ে ওটা হচ্ছে না।

টাইগারদের ক্ষুরধার বোলিং বলছে, হয়তো শত রানের আগেই গুটিয়ে যেতে পারে ক্রিকেটের একেবারে নতুন দলটির রান সংগ্রহের গতি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।