ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ব্রেন্ডন টেলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
ব্রেন্ডন টেলর

পঞ্চম আসরে চতুর্থবারের মতো জিম্বাবুয়ে এসেছে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে। উদ্বোধনী আসরেই অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেট হারিয়ে চমক দেওয়া জিম্বাবুয়ের মূল ভরসা বলা চলে ব্রেন্ডন টেলরকে।

সেবার ৬০ বলে অপরাজিত ছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওটাই শেষ জয় ছিল জিম্বাবুয়ের। এরপর আর পেরে ওঠেনি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা টেলর প্রথম রাউন্ডে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে একটি অর্ধশতকে ১২৮ রান করেছেন, স্ট্রাইকিং রেট ১২৪.২৭।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।