ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৪১ রানের টার্গেট পেল জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
১৪১ রানের টার্গেট পেল জিম্বাবুয়ে

সিলেট স্টেডিয়াম থেকে: জিততে মুখিয়ে থাকা জিম্বাবুয়ে ১৪১ রানের টার্গেট পেল। প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে।

৩৫ রানে ৪ উইকেট হারানো ডাচদের টেনে তোলে  কুপার ভ্রাতৃদ্বয় (টম ও বেন)।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন অপরাজিত থাকা টম কুপার (৭২)। ৯টি চার আর ১টি ছয়ে তিনি তার দ্বিতীয় অর্ধ-শতক করেন। এটি তার ইনিংস সেরা রান। বেন কুপার করেন ২০ রান।

জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন প্রসপার উতসেয়া।


জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, এলটন চিগুম্বুরা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, প্রোসপার উতসেয়া, তিনাসে পানিয়াঙ্গারা, শন উইলিয়ামস, তেন্দাই চাতারা ও নাতসাই মুস্যাঙ্গুই।

নেদারল্যান্ডস দল: পিটার বোরেন, ওয়েসলে বারোস, লোগান ভ্যান, মুদাচ্ছের বুখারি, বেন কুপার, টিম গ্রুইজতার্স, টিম ভ্যান ডার গুজতেন, স্টিফান মিবার্গ,  পিটার সীলার, মিচেল সোয়ার্ট ও টম কুপার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ১৯ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।