ফতুল্লা: টি-টোয়ন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে মাঠে নেমেছিল দ: আফ্রিকা এবং পাকিস্তান। দ: আফ্রিকা ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।
পাকিস্তান: ৭১/১০ (১৭.৩ ওভার)
দ: আফ্রিকা: ৭২/২ (১৪.০ ওভার)
ফল: দ: আফ্রিকা জয়ী ৮ উইকেটে
টস জিতে প্রথমে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭.৩ ওভারে ৭১ রান তুলেই অল-আউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন উমর আকমল। দ: আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন লোনওয়াবে সোতসোবে, হেনড্রিকস ও ওয়াইন পারনেল।
৭২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯ রানেই প্রোটিয়ারা দুই ওপেনারকে হারায়। ওপেনার হাসিম আমলা ২৪ ও ডি কক ১৫ রান করেন। তবে ডেভিড মিলার ও ডি ভিলিয়ার্স জুটি দলকে সহজ জয় পাইয়ে দেন। মাত্র ১৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৮ উইকেটের বিশাল জয় পায় দ: আফ্রিকা।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, ১৯ মার্চ ২০১৪