সিলেট থেকে: ব্যাটিং ট্র্যাকে বোলারদের সহায়তায় দারুণ এক জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। দলের প্রাণবন্ত খেলোয়াড়দের নিয়ে সঠিক ছন্দে থেকে এগিয়ে যেতে চান অধিনায়ক মেরিসা আগুইলেইরা।
দলের অলরাউন্ডিং পারফরমেন্সে সন্তুষ্ট ক্যারিবীয় অধিনায়ক,‘আমাকে অবশ্যই বলতে হয় দলের মধ্যে অনেক প্রাণবন্ত খেলোয়াড় আছে যারা অনেক আবেগ ও গর্ব নিয়ে খেলে। আমি খুব খুশি। এটা অললাউন্ডিং প্রচেষ্টা। ’
সামনের ম্যাচগুলো নিয়ে আগুইলেইরা বলেন,‘টুর্নামেন্টের কেবল শুরু। উন্নতির এখনও অনেক জায়গা আছে, কিন্তু আমাদের আস্থা রেখে এগিয়ে যেতে হবে। আমরা সবাই জানতাম ১৩৩ রান যথেষ্ট। বোলারদের উপর আস্থা রাখার ব্যাপার ছিল এখানে এবং তারা প্রতিদান দিয়েছে। ’
মাঠে দুজন খেলোয়াড় স্টাফানি টেলর ও কাইসিয়া নাইট চোটাক্রান্ত হলেন। তাদের চোট গুরুতর নয় মনে করেন অধিনায়ক। একই সঙ্গে দিয়েন্দ্রা ডট্টিনের প্রশংসা করলেন তিনি,‘আপনি তাকে নজরের বাইরে ফেলে দিতে পারবেন না, পারবেন! সত্যি বলতে আমরা প্রত্যাশা করেছিলাম দিয়েন্দ্রা ব্যাট হাতে জ্বলে উঠবে। ব্যাটিং ট্র্যাকে ১৫০ রানের লক্ষ্য ছিল আমাদের। কিন্তু সবকিছু ঠিকঠাক হলো। তবে আমরা পরিশ্রম করে যাব এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকব। ’
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪