ঢাকা: টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব শেষ বৃহস্পতিবার। মূল পর্ব শুরু শুক্রবার।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার এ ম্যাচে এশিয়া কাপে পরাজয়ের শোধ তুলতে মুখিয়ে আছে ভারত। আর পাকিস্তান এশিয়া কাপের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
শুধু তাই নয়, প্রথম ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের বাকি পথটা চলা যে সহজ হবে তা দু দলই ভালোভাবেই মনে করে।
টেস্ট, ওয়ানডেতে জয়ের দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এগিয়ে ভারত। দুই দল টি-২০ তে মাত্র পাঁচ বার মোকাবেলা করেছে। পাঁচ ম্যাচে ভারতের জয় ৪ বার। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পাকিস্তানকেই ফেবারিট ভাবা হচ্ছে।
২০১২ সালের ২৮ ডিসেম্বর মতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামে সবশেষ টি-২০ ম্যাচে মাঠে নামে ভারত ও পাকিস্তান। ওই ম্যাচের ১৩ মাস পর মিরপুরে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।
পরিসংখ্যান জানাচ্ছে, টি-২০ ফরমেটে ভারত এ পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলেছে। ২৬টি জয়, ১৯টিতে হেরেছে লিটল মাস্টারের দেশ। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
আর পাকিস্তান খেলেছে ৭৮টি ম্যাচ। ৪৭টিতে জয় ও ২৯টিতে হেরেছে মিসবাহ’র দল। ২টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
পাকিস্তান জয়ের সংখ্যায় এগিয়ে থাকলেও টি-২০ এর ৠাংকিংয়ে এগিয়ে কিন্তু ভারত। টি-২০র বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে ভারত। এক ধাপ পিছিয়ে তিনে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে প্রথম শিরোপা ঘরে তুলে মাহেন্দ্র সিং ধোনির বাহিনী। ২০০৯ ও ২০১০ সালের বিশ্বকাপে দুই দল খেলার সুযোগ না পেলেও শ্রীলঙ্কার বিশ্বকাপে মুখোমুখি হয়। সে ম্যাচেও ভারতের জয়। ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচে পাকিস্তানের একমাত্র জয় ভারতের মাটিতে।
ফুটবলের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেমন ফুটবলপ্রেমীদের কাছে টিকিট হয়ে উঠে সোনার হরিণ তেমনি ভারত-পাকিস্তান ম্যাচেও। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে কালোবাজারিরা।
ভারত-পাকিস্তান ম্যাচের দিনও চলবে শীর্ষ ১০ এর বাকি দুটি দল বাছাইয়ের খেলা। সিলেটের গ্রিন গ্যালারিতে সকাল সাড়ে ১১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত। একই মাঠে বাছাই পর্বের শেষ ম্যাচে লড়বে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।
বাছাই পর্বে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান দখলকারী দলটি খেলবে পাকিস্তান-ভারতের গ্রুপে। মূল পর্বের গ্রুপ ১ এ ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। এ গ্রুপটিকে ডেডথ গ্রুপ বলা যায়।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ২০ মার্চ ২০১৪