ঢাকা: হংকংয়ের সঙ্গে ম্যাচের শুরু থেকে ধুঁকতে থাকা বাংলাদেশ অবশেষে সুপার টেনে খেলা নিশ্চিত করলো। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিল।
যদিও ম্যাচের প্রথম ইনিংস শেষে বাঙালিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। মাত্র ১০৮ রানে অল-আউট হওয়ার পর পয়েন্ট টেবিলের মার-প্যাঁচে পড়তে হয় বাংলাদেশকে।
হংকংকে ১৩ ওভার ১ বলের বেশি থেলাতে হবে এমন হিসেব-নিকেশ নিয়ে মাঠে নামতে হয়েছিল বাংলাদেশকে। তবে এখন বাংলাদেশ বিপদমুক্ত। এ গ্রুপের শীর্ষ দল হিসেবে বাছাই পর্ব টপকালো তারা। মূল পর্বে বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
**দুঃখজনক হারেও সুপার টেনে বাংলাদেশ
**দুর্বল হংকংয়ের কাছে টাইগারদের হার
**বাংলাদেশের দুরন্ত ফেরা
**বাঘের শিকার ৫ উইকেট
**দ্বিতীয় ওভারে প্রথম শিকার
**১০৮ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ
**ধুঁকছে বাংলাদেশ
**সাকিবের পর সাজঘরে মুশফিক
**বাংলাদেশের অর্ধশতক
**পাল্টা চড়াও বাংলাদেশ
**প্রথম ওভারেই সাজঘরে তামিম-সাব্বির
**টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ