জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে হেরেও মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। জয় দিয়ে শুরু করলেও পরাজয়ে বাছাই পর্ব শেষ করল টাইগাররা।
শুক্রবার মিরপুরে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টির মূল পর্ব। সুপার টেনে বাংলাদেশ দল ‘বি’ - গ্রুপে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে। একমাত্র অস্ট্রেলিয়া বাদে আর সবাই টি-টোয়েন্টির শিরোপা ঘরে তুলেছে।
শিরোপনা না পেলেও ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার। ২০১০ সালে ফাইনাল খেলেছে অসিরা। তারা এবারের আসরের অন্যতম ফেবারিট, হয়তো এবারই শিরোপা ক্ষুধা মিটবে তাদের। বর্তমান সময়ের ধারাবাহিকতা তাই বলে।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টিতে তেমন কোনো সুখকর স্মৃতি না থাকলেও নিজেদের মাঠে বেশ ভালো কিছু করারই ইঙ্গিত দিচ্ছে। ঘরের মাঠ, জয়ের ধারায় ফেরা, সাম্প্রতিক পারফরমেন্স, স্পিন বোলিংয়ের বৈচিত্র বাংলাদেশ দলও অন্য দলের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে বলে ভাবলে ভুল হবে না।
গ্রুপের সব দলের সাথে বাংলাদেশ দলের ব্যবধান অনেক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের সাথে সমানে সমান বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে চারবারের দেখায় দুইটিতে জয় রয়েছে স্বাগতিকদের। সবচেয়ে বেশি পাকিস্তানের বিপক্ষে মোট ছয়বার খেলে একটিতেও জয়ের দেখা পাইনি টাইগারদের। অস্ট্রেলিয়ার সাথে দুইবার খেলে দুইটিতে হার আর ভারতের সাথে একমাত্র ম্যাচে হার এড়াতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪