ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পোর্টারফিল্ডের পর পয়েন্টার ঝড়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
পোর্টারফিল্ডের পর পয়েন্টার ঝড়

সিলেট স্টেডিয়াম থেকে: সুপার টেনে যেতে হলে জিততেই হবে আয়ারল্যান্ডকে। অন্যদিকে নেদারল্যান্ডসকে জিততে হবে বড় ব্যবধানে।

সেই লক্ষ্যে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ১৭ ওভারে তিন উইকেটে ১৫৭ রান তাদের।

ব্যাট হাতে শুরুতে ঝড় তুলেছিলেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু তাকে থামতে হয়েছে ৪৭ রানে। মাঠে এবার ঝড় তুলেছেন এন্ড্রু পয়েন্টার। ২৭ বলে ফিফটি হাঁকিয়ে অপরাজিত খেলছেন তিনি।
 
আগের ম্যাচে জিম্বাবুয়ে ৫ উইকেটে সংযুক্ত আমিরাতকে হারিয়ে পুরো বি গ্রুপের হিসাব নিকাশ কঠিন করে দিয়েছে। আইরিশদের সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে তারা। একমাত্র জয় পাওয়া ডাচদেরও সুযোগ থাকছে এতে।

ব্যাট হাতে নেমে দলীয় ২৮ রানে পোর্টারফিল্ডকে রেখে ব্যাটিং ক্রিজ ছাড়েন পল স্টারলিং। পরে ঝড় তোলেন আইরিশ নেতা। ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৪৭ রানে আহসান মালিকের শিকার হন পোর্টারফিল্ড। কয়েক ওভারের বিরতিতে রান আউট হন এড জয়েস।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২১ মার্চ ২০১৪, ১৬৪০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।