ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিছুক্ষণ পরেই পাক-ভারত লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
কিছুক্ষণ পরেই পাক-ভারত লড়াই

ঢাকা: ভারত-পকিস্তান লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের (সুপার টেন) খেলা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় চির প্রতিদ্বন্দ্বী এ দু’দল লড়াইয়ে নামবে।



শক্ত ব্যাটিং লাইনআপের দল ভারত, আর স্পিন নির্ভর দল পাকিস্তানের মধ্যে এরই মনস্তাত্বিক লড়াই শুরু হয়ে গেছে। আর এ মনস্তাত্বিক লড়াইয়ের জের পড়তে যাচ্ছে মাঠে। তাই বলা চলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

এর আগে দু’দল মোট তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। তিনটিতেই জয় পায় ভারত। তবে মোট ৫ বারের দেখায় পাকিস্তান জয় পেয়ছে একটি ম্যাচে। অন্য ম্যাচটি ড্র হয়েছিল।

২০০৭ সালের বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে মিসবাহ উল হকের ভুলে ম্যাচ হেরে গিয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচেও হেরে গিয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের স্পিন বোলিং আর ভারতের দীর্ঘ ব্যাটিং লাইন-আপের মাঝেই আজ আসল লড়াই দেখা যেতে পারে। তবে এশিয়া কাপের জয় পাকিস্তানকে কিছুটা ফুরফুরে মেজাজে রেখেছে।

ক্রিকেটপ্রেমী সব মানুষের মাঝে এখন একটাই চিন্তা - আজকে কোন দল ফেভারিট, কে জিতবে, কে জিতাবে। আর সব কিছুর জন্য অপেক্ষা করে থাকতে হবে আর কিছুক্ষণ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ২১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।