ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার ৫১

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার ৫১

চট্রগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের খেলায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা এবং দ: আফ্রিকা। টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা।

পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে হারিয়ে ৫১ রান করেছে লংকানরা।

ব্যাটিং ক্রিজে আছেন কুশল পেরেরা ৩৭ (২০) ও সাঙ্গাকারা।

শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে ভারতের সঙ্গে ৫ রানে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩৩ রানে হেরে গিয়েছিল। আর দ: আফ্রিকা প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এ দলের সঙ্গে ৫ উইকেটে এবং পাকিস্তানের সঙ্গে ৮ উইকেটে জিতেছিল।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, তিলকরত্মে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, নুয়ান কুলাকেসারা, অ্যাজ্ঞেলো ম্যাথুস, অজন্তা মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, কুমার সাঙ্গাকারা ও সাচিত্রা সেনানায়েকে।

দ: আফ্রিকা দল: হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, ডি কক, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, আলবি মরকেল, মরনে মরকেল, ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ২২ মার্চ ২০১৪ আপডেট সময়: ১৬০৫ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।