ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৬৬ রানের টার্গেট প্রোটিয়াদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
১৬৬ রানের টার্গেট প্রোটিয়াদের

চট্রগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের খেলায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা এবং দ: আফ্রিকা। টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা।



নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে শ্রীলঙ্কা । জিততে হলে প্রোটিয়াদের করতে হবে ১৬৬ রান।

ওপেনিংয়ে নামা কুশল পেরেরা ছয়টি চার আর তিনটি ছয়ে ইমরান তাহিরের বলে আউট হওয়ার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান। ম্যাথুজের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে নিজস্ব ১২ রানে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক চান্দিমাল। স্টেইনের বলে বোল্ড হওয়ার আগে ম্যাথুজ ৩২ বলে তিন চার আর এক ছযে ৪৩ রান করেন।

এর আগে প্রথম ওভারের শেষ বলে দিলশানকে বোল্ড করেন স্টেইন। এরপর তিন নম্বরে নামা জয়াবর্ধনেকে সাজঘরে ফেরান মরনে মরকেল। ৯.৫ ওভারে ইমরান তাহিরের বলে সোতসোবেকে ক্যাচ দিয়ে সাঙ্গাকারা ১৪ রানে আউট হয়ে যান।
দ: আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন ইমরান তাহির। দুটি করে উইকেট নেন স্টেইন ও মরনে মরকেল।


শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, তিলকরত্মে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, নুয়ান কুলাকেসারা, অ্যাজ্ঞেলো ম্যাথুস, অজন্তা মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, কুমার সাঙ্গাকারা ও সাচিত্রা সেনানায়েকে।

দ: আফ্রিকা দল: হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, ডি কক, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, আলবি মরকেল, মরনে মরকেল, ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ২২ মার্চ ২০১৪ আপডেট সময়: ১৭১৪ ঘন্টা

** পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার ৫১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।