ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার থেকে মেয়েদের বিশ্বসেরা হওয়ার লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
রোববার থেকে মেয়েদের বিশ্বসেরা হওয়ার লড়াই

সিলেট থেকে: ছেলেদের বিশ্বসেরা হওয়ার লড়াই শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। সুপার টেনেরও তিনটি ম্যাচ শেষ হতে চলেছে।

এরই মধ্যে রোববার থেকে শুরু হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া লড়বে নিউজিল্যান্ডকে। ছেলেরা যেই শিরোপা এখনও ছুঁয়ে দেখতে পারেনি সেখানে অসি মেয়েরা হ্যাটট্রিক শিরোপার জন্য মাঠে নামবে। নিউজিল্যান্ডও ছাড় দিতে রাজি নয়।

দুবারের ফাইনালিস্ট ও গতবারের সেমিফাইনালিস্ট কিউইরা এবার শিরোপা খরা ঘোঁচাতে চায়।   দলের অধিনায়ক সুজি বেটসও আশাবাদী।

এদিকে গত আসরে ভারতকে হারানো পাকিস্তান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো কিছু করতে চায়।   বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলাকে বিশেষভাবে এগিয়ে রাখলেন অধিনায়ক সানা মির। তবে হোম কন্ডিশনে ম্যাচ খেলার অভাবকে দলের উন্নতিতে প্রধান বাধা মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো এবারের টুর্নামেন্টে পরাশক্তি আছে ইংল্যান্ড। উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নরা এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায়। ইংলিশ অধিনায়ক চার্লত্তে এডওয়ার্ডস সে কথাই বললেন জোর দিয়ে।

আর ১৫ দিনব্যাপী এই শিরোপার লড়াইয়ে ১০ দলের মধ্যে আছে স্বাগতিক বাংলাদেশ। কক্সবাজারের মাটিতে ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও একটা না একটা চমক দেখাতে চায় সালমা খাতুনের দল। ২৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে।

টুর্নামেন্টের ২৭ ম্যাচের ২৪টিই আয়োজন করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেমিফাইনাল দুটি ও ফাইনাল হবে ঢাকায়।

মেয়েদের ক্রিকেট লড়াই উদ্বোধন করবেন দেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ২২ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।