চট্টগ্রাম: টি-টোয়েন্টিতে লঙ্কানরাই সেরা। তা আবারো প্রমান করলো চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন,‘সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ফল এসেছে। কুশলের কিছু ভালো বাউন্ডারিতে শুরুটা ভালো হয়েছে এবং শেষটা ভালো করেছে ম্যাথুস। শেষ পর্যায়ে বোলিং খুবই ভালো হয়েছে। ’
বিশ্বকাপের এ আসরের ঠিক এক মাস আগেই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিল লংকানরা। গত ১১ ফেব্রুয়ারী বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক দিনেশ চান্ডিমাল বলেছিলেন, ‘বিশ্বকাপ ভেন্যুতে খেলতে পারছি, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সত্যিই আমাদের জন্য দারুণ সুযোগ এই দুটি ম্যাচ, আমরা মুখিয়ে আছি এই বাড়তি সুবিধাটা কাজে লাগানোর জন্য। ’ দুটো ম্যাচেই জিততে জিততে হারে বাংলাদেশ।
ঠিক এ সুবিধাটা শনিবার কাজে লাগিয়েছে লংকানরা। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ব্যাটিংয়ে ঝড় তুলে কুশল পেরেরা। প্রথম ওভারে পরপর দুটি চার ও একটি ছয় মেরে তুলেন ১৪ রান। এক ওভারেই দলীয় রান দাড়ায় ১৭। কিন্তু ডেল স্টেইনের শেষ বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিলকরত্মে দিলশান। কিছুটা হতাশায় পরে লঙ্কানরা। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৫ রান তুলেছিল লংকানরা। শুরুতে ৪০ বলে ৬১ রান তুলে ম্যাচ সেরা হন কুশল পেরেরা। শেষে অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩২ বলে ৪৩ রানে আফ্রিকানদের বিপক্ষে শক্ত ভিতে দাড়ায় শ্রীলংকা।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অফ স্পিনার সচিত্র সেনানায়েকে বললেনও তাই। ,‘দু’মাস ধরে আমরা এখানে অবস্থান করছি। সুতরাং এখানকার কন্ডিশন সম্পর্কে আমাদের জানা আছে। এ সুবিধাটা আমরা কাজে লাগিয়েছি। ’
২২ রানে প্রোটিয়াদের ২ উইকেট তুলে নেন সচিত্র সেনানায়েকে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো ছিল। কিন্তু শেষ মূহুর্তে ব্যাটসম্যানরা লংকানদের স্পিনারদের শিকার হওয়ায় শেষ ভালো আর হলোনা প্রোটিয়াদের।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকার আপতকালীন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স স্বীকারও করলেন তা। বললেন, ‘খারাপ সময়ে ব্যাটিং বিপর্যয় ও অতিরিক্ত রান দেওয়ার কারণে ৫ রানে হারতে হয়েছে আমাদের। ’
তবে পরের ম্যাচে ভালো করার প্রত্যাশা করেন ভিলিয়ার্স।
লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার প্রশংসা করেন ভিলিয়ার্স। বলেন,‘আমি মনে করি তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। সে বোলারদের জন্য ভয়ংকর হয়ে উঠবে। ’
হ্যামিস্ট্রিংয়ের চোটের কারণে মাঠে নামতে পারেনি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসিস। পুরোপুরি ফিট না হওয়ায় শনিবার মাঠে নামতে পারেনি।
তবে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন ডি ভিলিয়ার্স। বললেন, ‘আশা করছি আগামী ম্যাচে সে মাঠে নামবে। ’
বাংলাদেশ সময়: ২২১০ঘণ্টা, মার্চ ২২, ২০১৪