ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে নতুন প্রযুক্তি এলইডি স্ট্যাম্প

আতিকুর রহমান জনি, স্টাফ ফটো করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
ক্রিকেটে নতুন প্রযুক্তি এলইডি স্ট্যাম্প ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেটে নতুনত্ব আনতে আন্তর্জাতিক ম্যাচগুলোতে নতুন প্রযুক্তির ব্যবহার করে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মাঠে ব্যবহৃত ‘এলইডি স্ট্যাম্প’ (লেড জিং বেল-স্ট্যাম্প)।

উইকেটে বল লাগলেই বেল-স্ট্যাম্পে আলো জ্বলে উঠছে।



বিস্ময়কর তথ্য হচ্ছে, প্রতিটি ম্যাচের স্ট্যাম্পে আইসিসি খরচ করছে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ ১২ হাজার টাকা। আর প্রতিটি বেলের জন্য খরচ প্রায় ৮৫০ ডলার (প্রায় ৭০ হাজার টাকা)।



এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগব্যাশে এ প্রযুক্তির ব্যবহারে স্ট্যাম্পে আলো জ্বলতে দেখা গিয়েছিলো। তবে বাংলাদেশে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪ এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রযুক্তির স্ট্যাম্প ব্যবহার শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার ‘জিংস’ সংস্থার কাছ থেকে আইসিসি এই হাইটেক স্ট্যাম্প কিনেছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।