ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেদারল্যান্ডসকে চেপে ধরেছে লংকানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
নেদারল্যান্ডসকে চেপে ধরেছে লংকানরা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: চট্রগ্রামে টসে জিতে নেদারল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে কুলাকেসারার শিকার হন ওপেনিংয়ে নামা স্টিফান মিবার্গ।

দ্বিতীয় ওভারে চতুর্থ বলে মিচেল সোয়ার্টকে ফেরান ম্যাথুজ। পরের বলেই আবারো ম্যাথুজের শিকার হন টম কুপার। ১.৫ ওভারে এক রানে ৩ উইকেট নেই নেদারল্যান্ডসের।

হ্যাটট্রিক মিস করা ম্যাথুজ তার পরের ওভারেই আবারো আঘাত হানেন ডাচ শিবিরে। পিটার বোরেনকে এলবি-র ফাঁদে ফেলে নয় রানে ৪ উইকেট তুলে নেয় ডাচদের।
পাওয়ার প্লে-র ছয় ওভারে ডাচরা ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৫ রান। ৬.৫ ওভারে বেন কুপার রান আউট হলে ২৫ রানে ৫ উইকেট হারায় নেদারল্যান্ডস।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম খেলায় দ. আফ্রিকাকে ৫ রানে হারিয়েছিল। আর বাছাই পর্বের বি গ্রুপের বিস্ময় নেদারল্যান্ডের আজই প্রথম খেলা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, ২৪ মার্চ ২০১৪ আপডেট সময়: ২০২০ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।