সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে লড়াই করার মতো তেমন সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা। এছাড়া ভারতীয় ফিল্ডারদের দুর্বল ফিল্ডিংও ছিল বেশ কয়েকটি।
চামারি আতাপাত্তু শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি ৪৩ রান করেন, ৪৪ বলে পাঁচ চারে সাজানো তার ইনিংস। এছাড়া তৃতীয় উইকেটে অধিনায়ক শশীকলা শ্রীবর্দনের সঙ্গে ২৯ ও ইশানি লকুসুরিয়েজকে নিয়ে ৩১ রানের সেরা জুটি গড়েন এই ওপেনার।
ইশানি দ্বিতীয় সেরা ৩৪ রান করেন ২৯ বলে।
ভারতের পক্ষে পুনম যাদব সবচে বেশি দুই উইকেট পান। একটি করে দখল করেন সোনিয়া দাবির, গৌহর সুলতানা, অর্চনা দাস, শিখা পান্ডে ও হারমানপ্রীত কৌর।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪