ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম উইকেটের পতন অসিদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
প্রথম উইকেটের পতন অসিদের

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৩তম ম্যাচে গ্রুপ-২ এর খেলায় ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। টস জিতে ব্যাটিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি।



অসিদের হয়ে ব্যাটিং সূচনা করতে নেমেছিলেন ৪৮ ম্যাচ খেলা ডেভিড ওয়ার্নার এবং ১৫ ম্যাচ খেলা অ্যারন ফিঞ্চ।
চতুর্থ ওভারের চতুর্থ বলে স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেলেন অ্যারন ফিঞ্চ ১৬ (১১)। অস্ট্রেলিয়া ৪ ওভারে এক উইকেট হারিয়ে করেছে ৩৫ রান।

এর আগে সুপার টেনের প্রথম খেলায় ক্যারিবীয়রা ভারতের কাছে ৭ উইকেটে হেরে গেলেও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ৭৩ রানের জয় পেয়েছিল। আর নিজেদের একমাত্র খেলায় অসিরা পাকিস্তানের সঙ্গে হেরে গিয়েছিল ১৬ রানে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ২৮ মার্চ ২০১৪ আপডেট সময়: ১৫৫০ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।