ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে ‘ডাচ দুর্ভাগ্য’

আবদুল্লাহ আল মামুন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
চট্টগ্রামে ‘ডাচ দুর্ভাগ্য’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ডাচদের দুভোর্গ্যের নামই যেন চট্টগ্রাম। টোয়েন্টি-২০ বিশ্ব আসরে কিছুতেই যেন জয়ের দেখা মিলছে না।

জয়ের কাছকাছি গিয়ে বারবার ফসকে যাচ্ছে। কিছুতেই হাতের মুঠোই নিতে পারছে না। হয়েছে সর্বনিম্ন রানের লজ্জার অভিজ্ঞতাও। এটিকে কেউ কেউ বলছেন ‘ডাচ লজ্জা’। চট্টগ্রামে ডাচরা প্রস্তুতিসহ ৫টি ম্যাচ খেলেছে। সবকটিতে হেরেছে তারা। শনিবার ব্ল্যাক ক্যাপদের সঙ্গেও লড়াই করে হেরেছে ডাচরা।

ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেন,‘নিঃসন্দেহে নেদারল্যান্ড খুবই ‍ভালো লড়াই করেছে। ’ তবে ৬ উইকেট হাতে রেখে ৬ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

১২ মার্চ প্রথম প্রস্তুতি ম্যাচে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ডিএল পদ্ধতির গ্যাঁড়াকলে পড়ে আফগানিস্তানের কাছে ৩৫ রানে হারে ডাচরা। ১৪ মার্চ এম এ আজিজ স্টেডিয়ামে হংকংয়ের ‍কাছে হারে ২৬ রানে।

বিশ্বকাপের প্রথম পর্বে সিলেটে আরব আমিরাত ও আয়ারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্রিকেট মোড়লদের চমকে দেয় ডাচরা। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে পেছনে ফেলে সুপার টেনে ঢুকে পড়ে তারা।    

এরপর আবারও চট্টগ্রামে শুরু হয় ডাচদের দুঃস্বপ্নের যাত্রা। মূলপর্বের তিনটি ম্যাচই হেরেছে তারা। ২৪ মার্চ শ্রীলংকার বিপক্ষে লজ্জাজনক হারের পর ২৭ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে যায়। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫১ রানের স্কোর দাঁড় করানোর পরও ব্রেন্ডন ম্যাককালামের ৪৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসের কারণে জিততে পারেনি ডাচরা।

ম্যাচ শেষে ডাচ অধিনায়ক পিটার বোরেন বলেন,‘আমরা ভালো প্রতিদ্বন্ধিতা করেছি। কিন্তু জয় হাত ফসকে যাচ্ছে। ’

অন্যদিকে সেমি ফাইনালের স্বপ্নে বিভোর হয়ে পড়েছে ব্ল্যাক ক্যাপরা। ইংল্যান্ডের সঙ্গে ‍ডিএল পদ্ধতিতে জেতার পর দক্ষিণ আফ্রিকার কাছে হারে ২ রানে। শনিবার নেদারল্যান্ডসের কাছে জিতে এখন স্বপ্ন দেখছে সোমবার শ্রীলংকাকে হারানোর।

ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি নিয়ে অনেক কথা হয়েছে। আমরা তাদের সমীহ করি। আমাদের দৃষ্টিও এখন ম্যাচটির দিকে। সামনে কার্যত কোয়ার্টার ফাইনাল। আশা করছি সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের হাতে অনেক কিছু করার আছে। ’

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।