ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বোলারদের প্রশংসায় ধোনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
বোলারদের প্রশংসায় ধোনি

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: সুপার টেনের সবগুলো ম্যাচ এক এক করে নিজেদের করে নিলো ভারত। অশ্বিন-জাদেজাদের কাছে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় অসিরা।

এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালে ৭৯ রানে স্কোর রয়েছে অসিদের। বোলারদের কারিশমায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রানে জয় পেলো ‍ভারত। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কৃতিত্ত্বটা বোলারদের, বিশেষ করে স্পিনারদের দিতে ভুললেন না ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।

তিনি বলেন, ‘এটা আসলে ফানি খেলা না। টি-টোয়েন্টিতে চেয়েছি প্রতি ম্যাচ উপভোগ করার জন্যে। এটা চ্যালেঞ্জও আছে। এটা আমি ফান বলতে পারিনা। বলতে পারি বোলাররা ভালো বল করেছে তাই আমরা ম্যাচ জিতেছি। ভালো বোলিং করার কারণেই আজ আমরা এখানে আসতে পেরেছি। আমাদের বোলিং ও ব্যাটিং উভয় দিকে ভালো ছিলো। ২০ ওভারের খেলায় যেকোন সময় পরিবর্তন ঘটতে পারে। এ সময় ভালো বল করা কঠিন। ’

এশিয়া কাপে ভালো না করলেও এখন নিয়মিত সফলতার ব্যাপারে ধোনির অবস্থান, ‘এশিয়া কাপের মানসিক অবস্থা আর এখনকার মানসিক অবস্থা এক না। উইকেট দেখে মনে হতে পারে যে একই অবস্থা আসলে না। আগের চেয়ে আমাদের দলের অবস্থা এখন অনেক ভালো। সবাই পারফরম করছে। আত্মবিশ্বাসও ভালো রয়েছে। ’

সবার প্রচেষ্টা ও পরিশ্রমে দল ভালো উল্লেখ করে তিনি যোগ করেন, প্রথম ব্যাট করার কারণে আমাদের সুবিধা হয়েছে। ভালো রান করার একটা ইচ্ছে ছিলো, সেটাও হয়েছে। আর মিডল অর্ডার ব্যাটসম্যানরা উইকেটে এসেছেন রান করেছেন। আজ যুবরাজ ভালো ব্যাটিং করেছে। সবাই ব্যাটিং লাইন ঠিক ছিলো। সফলতা আসলে একজনের কাছ থেকে আসে না। সবাই ভালো করে বলে জয় পাওয়া যায়। ’

তিনি আরো বলেন, কিছু বোলাদের টার্গেট করতে হয়। এবং তাদের বোলিংয়ে ভালো রান করতে হয়। চারটি ম্যাচেই আমাদের বোলাররা ভালো বোলিং করেছে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা,  মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।