ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানি মেয়েদের স্কোর ১১৯

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
পাকিস্তানি মেয়েদের স্কোর ১১৯ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: অদেখা জয়ের দেখা পেতে পাকিস্তানের মেয়েরা গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১২০ রানের টার্গের দিল। সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১১৯ রান করেছে তারা।



আইরিশ অধিনায়ক ইসোবেল জয়েসের প্রথম আঘাত আসে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে। ওপেনার জাভেরিয়া খান সাজঘরে ফিরতে না ফিরতেই পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে নেন লুইস ম্যাককার্থি। ২২ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে টেনে তোলেন বিসমাহ মারুফ।

২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার চতুর্থ উইকেটে কানিতা জলিলকে নিয়ে ৩৬ রানের সেরা জুটি গড়েন। দুই রানের জন্য ফিফটি বঞ্চিত বিসমাহ ছিলেন দ্বিতীয় সেরা জুটি গড়ার কারিগর। পঞ্চম উইকেটে অধিনায়ক সানা মিরকে নিয়ে গড়েন ৩০ রানের আরেকটি প্রতিরোধমূলক জুটি।

৪৮ রানে অপরাজিত থাকার পথে ৪৫ বল খেলে তিনটি বাউন্ডারি হাঁকান বিসমাহ। ৯৫ রানে পাঁচ উইকেট হারালে আসমাভিয়া ইকবালের সঙ্গে ২৪ রানের হার না মানা জুটি গড়েন তিনি।

কানিতা দ্বিতীয় সেরা ২০ রান করেন। ১৬ রানে আসে সানার ব্যাটে। নাইন আবিদি ১১ রান করেন।

ম্যাককার্থি ও ইসোবেল দুটি করে উইকেট পান।

বিশ্বমঞ্চের প্রথম দল হিসেবে অভিষেক জয় পেতে মাঠে নেমে গেছে আয়ারল্যান্ড। এ গ্রুপ থেকে আগেই অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে। সন্ধ্যায় তাদের সঙ্গী হতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad