ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছক্কার আক্ষেপ শার্লটের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
ছক্কার আক্ষেপ শার্লটের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়াম থেকে: টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে আবারও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া করল ইংল্যান্ড। শার্লট এডওয়ার্ডস বাহিনীর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো দেখা পাওয়া গেল না।

ছয় উইকেটে হেরে গেল উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টজুড়ে দাপটের সঙ্গে খেলা দলটির আরেকটি চমক জাগানো তথ্য হচ্ছে দশ দলের আট দলই অন্তত একটি হলেও ছয় পেয়েছে, কিন্তু এর দেখা পায়নি ইংল্যান্ড। অধিনায়ক শার্লট এডওয়ার্ডস উল্লেখ করলেন সে কথাও।

ফাইনালে ব্যাটারদের কাছ থেকে ভালো অবদান না পাওয়ায় হতাশ শার্লট। ফাইনালের মতো ম্যাচে  ১০৫ রান করে জেতা যায় না সেটাই বারবার উল্লেখ করলেন,‘ব্যাটাররা ধারাবাহিকতার মাঝে ছিল না। কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ভালো পার্টনারশিপ দরকার ছিল ম্যাচ জয়ের জন্য। ’

অস্ট্রেলিয়াকে বেশি সমীহ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমাদের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা ছিল। কিন্তু আমরা মাঠের খেলায় হেরেছি। শিরোপা পুনরুদ্ধারে কোনো যোগ্যতারই অভাব ছিল না। আমরা পুরো টুর্নামেন্টে কোনো ছক্কা হাঁকাতে পারিনি। এটা আমাদের দলের বিশাল দুর্বলতা। ’

তিনি আরও বলেন,‘টি-২০তে ম্যাচ জিততে হলে বড় বড় শট খেলতে হয়। এখানে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা দ্রুতই টুর্নামেন্ট শেষে এগুলো নিয়ে কাজ করব। এখন আমাদের একটাই লক্ষ্য ২০১৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করা। এটার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। ’

অধিনায়কত্ব প্রসঙ্গে এই ৩৪ বছর বয়সী বলেন,‘আমি ১০৮টি ম্যাচের নেতৃত্ব দিয়েছি। এখনও বেশ উপভোগ করছি। আশা করব আমার নেতৃতে সামনের দিনগুলোতে দল আরো ভালো খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।