ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

যুবরাজের বাড়িতে সমর্থকদের হামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
যুবরাজের বাড়িতে সমর্থকদের হামলা

ঢাকা: ২০১১ সালের ২ এপ্রিল। যেদিন যুবরাজ সিংয়ের অভিজ্ঞতা ছিল মধুরতম।

খুব বেশিদিন আগের স্মৃতি নয়। তিন বছর আগের এই স্মৃতি এক নিমিষেই পাল্টে গেছে।

আইসিসি’র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যুবরাজের ব্যাটিং আগের সব অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে ২১ বলে ১১ রান করা যুবরাজ ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের চোখে এখন আসামির কাঠগড়ায়।

টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৬ উইকেটে হারের পর কিছু ক্ষুব্ধ সমর্থক ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজের চন্ডিগড়ের বাড়িতে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরকম অবস্থায় খোদ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পাশে পাচ্ছেন যুবরাজ সিং। যুবরাজের এই ধীরগতির ব্যাটিং প্রসঙ্গে ধোনি বলেন,‘এই দিনটি যুবরাজের দিন ছিল না। সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার শুরুটা সহজ হয়নি। ’

এই হারের পেছনে যুবরাজকে একা দায়ী করার কোনো যুক্তি দেখছেন না বাবা বলেন,‘আমরা যখন হারি, তখন সমালোচনার ঝড় ওঠে। উত্থান পতন জীবনের একটি অংশ এবং খেলারও। ’

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ৭ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।