ফতুল্লা: দারুণ ব্যাটিং পারফরমেন্সের সহায়তায় রংপুর বিভাগ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় জয় পেল। মঙ্গলবার তাদের বোলাররা সিলেট বিভাগের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেয় ১৬২ রানে।
রংপুর: প্রথম ইনিংস- ৩৯১/১০, দ্বিতীয় ইনিংস- ২২৮/৬ ডি.
সিলেট: প্রথম ইনিংস- ১৪৩/১০, দ্বিতীয় ইনিংস- ১৬২/১০
ফল: রংপুর জয়ী ৩১৪ রানে
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪৭৭ রানে জয়ের লক্ষ্যে আগের দিন চার উইকেট হারিয়ে ৫৮ রানে দিন শেষ করেছিল সিলেট। শেষ দিন নেমে সাজেদুল ইসলামের সঙ্গে মাহমুদুল হাসানের বোলিংয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়ে তারা।
একমাত্র সাকের আহমেদ ৩১ রানের প্রতিরোধমূলক ইনিংস খেলার চেষ্টা করেছেন। দ্বিতীয় সেরা ২৩ রান আসে রাজিন সালেহর ব্যাটে। এছাড়া আনোয়ার আকবর ২১ ও নাসুম আহমেদ অপরাজিত ২০ রানে টিকে ছিলেন।
শেষদিন দুই ঘণ্টা বাকি ছয় উইকেট ধরে রাখতে পেরেছিল সিলেট। সাজেদুল চারটি উইকেট পান। তিনটি মাহমুদুল ও দুটি শুভাশীষ রায় পান। ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের তারকা খেলোয়াড় নাঈম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৪