ঢাকা: গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় দারুণ পারফরমেন্সের স্বীকৃতিতে ২৩ বছর বয়সী দিনেশ চান্দিমালকে শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছিল বোর্ড। দেড় বছরের মাথায় ব্যাটিং তার কাছ থেকে টি-টোয়েন্টির অধিনায়কত্বের বোঝা নামিয়ে দিল এসএলসি।
মালিঙ্গা ও ওয়ানডের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সহকারী হিসেবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাবেন থিরিমান্নে।
এশিয় কন্ডিশনে সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে ফর্মে নেই চান্দিমাল। যদিও টেস্টে ভালো রেকর্ড তার। টি-টোয়েন্টিতে শেষ ২০ ইনিংসে তিনি ১৩.৩০ গড়ে রান করেছেন। সর্বশেষ শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। সেমিফাইনাল ও ফাইনালে মূল একাদশেও ছিলেন না। তার পরিবর্তে জায়গা পেয়ে সেমিফাইনালে ৪৪ রান করেছিলেন থিরিমান্নে।
দায়িত্ব দেওয়া প্রসঙ্গে দলের প্রধান নির্বাচক সনাত জয়সুরিয়া বলেন,‘মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা তাদের অবসরের দ্বারপ্রান্তে। এ অবস্থায় আমরা দলের তরুণদের নেতৃত্বে আনার প্রস্তুতি নিয়েছি। ’
আগামী চার মাসের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে ছয়টি টেস্ট, ১১টি ওয়ানডে ও অন্তত দুটি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। আগামী মাসে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে এই সূচি। এরপর ইংল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে সিরিজ শেষে নিজ ঘরে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে স্বাগত জানাবে তারা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, ২৩ এপ্রিল ২০১৪