করাচি: ভবিষ্যতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেতে চান পাকিস্তান অফ-স্পিনার সাঈদ আজমল। লাভজনক এই টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের উপেক্ষা করার সিদ্ধান্ত থেকে তাই বিসিসিআইকে সরে আসার আহ্বান জানালেন তিনি।
আয়োজক ও ভারতীয় বোর্ড সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে বলেও আশাবাদী আজমল। আইপিএলে খেলতে মুখিয়ে থাকা পাকিস্তানি তারকা বলেন,‘আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের একটি সুযোগ দেওয়া উচিত তাদের। ’
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কোচিং প্যানেলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। এটিকে ইঙ্গিত করলেন আজমল,‘সাবেক পাকিস্তানি খেলোয়াড়রা কোচ হিসেবে থাকলে বর্তমান খেলোয়াড়রা কেন থাকতে পারবে না। আইপিএল যদি বিশ্বের সেরা টি২০ টুর্নামেন্ট হিসেবে নিজেকে তুলে ধরে তবে তাদের উচিত যে কোনো দেশ থেকে সেরা খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়া। ’
এই স্পিনার আরও বলেন,‘আমি মনে করছি বিষয়টা কর্তৃপক্ষকে ভাবতে হবে। আশা করি ভবিষ্যতে এই অবস্থার পরিবর্তন হবে এবং আমি অবশ্যই আইপিএলে খেলার সুযোগ পাব। ’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে প্রায় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতেই সুযোগ পেয়েছিলে পাকিস্তানি খেলোয়াড়ররা। কিন্তু মুম্বাই সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আয়োজক কমিটি ও ভারতীয় বোর্ড।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৬ মে ২০১৪