ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ঢাকার পথে হিথ স্ট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ২, ২০১৪
ঢাকার পথে হিথ স্ট্রিক হিথ স্ট্রিক

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্যে বোলিং স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জিম্বাবুয়ের সাবেক বোলার হিথ স্ট্রিককে। ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন তিনি।

সোমবার সন্ধ্যা পৌনে আটটায় স্ট্রিক ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছবেন। আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসবেন তিনি।

আগামী দুই বছরের মধ্যে তিনি ৪৫০ দিন বাংলাদেশের বোলারদের সঙ্গে কাজ করবেন। ভারতের বিপক্ষে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকরা।

আগামীকালই জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারেন তিনি। ২৬ মে থেকে শুরু হওয়া ক্যাম্প চালিয়ে নিচ্ছে দেশী কোচ সারোয়ার ইমরান।

জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার ৬৫টি টেস্ট ও ১৮৯ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে উইকেট নিয়েছেন ২১৬টি, আর ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২৩৮টি।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসবেন ১০ জুন। তিনি এসেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ০২ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।