ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ইমরুলের শতকে ড্র করেছে ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুন ৬, ২০১৪
ইমরুলের শতকে ড্র করেছে ‘এ’ দল

ঢাকা: ইমরুল-শুভাগতের ১০৯ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১ উইকেট হাতে রেখে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। ৯ উইকেটে ২৪২ রান তুলে ড্র নিশ্চিত করে তারা।

ইমরুল ১১২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

একাদশের ৭ জনের নামের পাশে আছে টেস্ট খেলোয়াড়ের তকমা। তাদের অনেকেই জাতীয় দলে নিয়মিত সদস্য। কেবল দলের নামটাই বাংলাদেশ ‘এ’ দল। তাদের কাউকে পাঠানো হয়েছিল রানে ফেরার সুযোগ করে দিতে, কারো ব্যাটিংটা আরেকটু ঝালিয়ে নিতে। অথচ পুরো সিরিজ জুড়ে চললো ব্যাটিং ব্যর্থতার মিছিল।

প্রথম চার দিনের ম্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচেও একই শঙ্কা দেখা দিয়েছিল। ৭ উইকেট নিয়ে পুরো একটা দিন পার করতে হতো। সামনে ছিল ৪৯০ রানের বিশাল বোঝা। আগের দিন ৩ উইকেট হারানোয় যা অসম্ভবই মনে হচ্ছিল। সেই অসাধ্য সাধন করেছে ইমরুল কায়েসের শতক।

২৪৭ বলে ১৫ চার ২ ছয়ের ইনিংটি খেলতে ইমরুল ৩৩৪ মিনিট ক্রিজে কাটিয়ে দেন। তাকে দারুণ সঙ্গ দেন স্পিন অলরাউন্ডার শুভাগত হোম। ১৮৭ মিনিটে ১৫৩ বলে ৩৯ রানের সময়োপযোগী একটি ইনিংস খেলেন  হোম। এছাড়া মমিনুল হক ১১৪ মিনিট উইকেটে কাটিয়ে দিলেও করেন মাত্র ১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দলের পক্ষে কটট্রেল ৫১ রানে ৪টি ও কামিন্স ২টি উইকেট নেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দলের প্রথম ইনিংসে করা ৩৫৪ রানের জবাবে ২১৯ রান তুলে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করলে ৪৯০ রানের পাহাড়ে চাপা পড়ে ‘এ’ দল।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ০৬ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।